সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের আসর

তেরখাদা প্রতিনিধি

গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের তেরখাদা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের তেরখাদা শাখার সভাপতি ডা. মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় শাখার সমন্বয়ক ও তেরখাদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ লিয়াকত হোসেন।

এতে উপস্থিত ছিলেন শিব প্রসাদ সরকার, মোঃ শওকাত আলী, দিল নেওয়াজ উজ্জ্বল, আক্তারুজ্জামান নান্নু, রাকিবুল ইসলাম, মোঃ রহমাত আলী, ডাঃ আবুল বাশার, ইয়াসিন আরাফাত,গাজী জাফর ইকবল, কবি আবুল কাশেম, মোঃ আশিক মোল্যা প্রমুখ।

আলোচনা সভায় মোঃ লিয়াকত হোসেনকে গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় শাখার সমন্বয়ক নির্বাচিত করায় গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন