সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে আটক ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩২ লিটার চোলাই মদ, ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন খুলনা সদর থানার নতুন বাজার এলাকার মৃত নূর মোহাম্মদ ফরাজীর ছেলে মোঃ ছিদ্দিক ফরাজী (৪৮) রুপসা থানার রাজাপুর বাজারের মন্দির সংলগ্ন মৃত রাম চন্দ্র সাহানীর ছেলে রবিন সাহানী (৩৫) সাতক্ষীরা জেলার বৈকারী এলাকার মোঃ আকিদুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৩),খুলনা জেলার তেরখাদা উপজেলার মোল্লাবাড়ীর রাজ্জাক মোল্লার ছেলে মোর্তজা মোল্যা(২৬),ঝালকাঠি জেলার নলছিটি থানার  আবুল হাওলাদারের ছেলে মোঃ শুকুর আলী (২৫), পিরোজপুর জেলার ইন্দুর থানার রমিজ উদ্দিন এর ছেলে আসাদুজ্জামান সাগর (১৯)।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন