সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বিজিবি’র জব্দকৃত দুই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

খুলনা ব্যাটালিয়নে (২১ বিজিবি) জব্দকৃত দুই কোটি ৬ লাখ টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) খুলনাস্থ সদর দপ্তরে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছেন, গত বছরের ১৬ এপ্রিল থেকে এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি ৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ৪৫ হাজার ৮৪০ বােতল ফেন্সিডিল, ৩২ লিটার খােলা ফেন্সিডিল, ১৩০২
বােতল বিভিন্ন প্রকার মদ, ১১ দশিমক শুণ্য ৫ কেজি গাঁজা, ৪ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৭৩ বােতল উইনসিরেক্স সিরাপ,
এক হাজার প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট, ৫ হাজার ৭৫৫ প্যাকেট পাতার বিড়ি এবং ৩৩১ কেজি চা পাতা জব্দ করা হয়।

এসব মাদক দ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন, সেক্টর সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্ণেল মােঃ আরশাদুজ্জামান খান, অধিনায়ক লেঃ কর্ণেল মােহাম্মদ মনজুর-ই-এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরােজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার মােঃ তাহমিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল পরিদর্শক হাওলাদার মােঃ সিরাজুল ইসলাম।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন