সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মুক্তিযোদ্ধা ফকির আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফুলতলা প্রতিনিধি

শিরোমণি কেডিএ আবাসিকের মিজানুর রহমানের ভাড়াটিয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ ফকির আহম্মেদ মল্লিক(৬৯) ২৬সেপ্টেম্বর শনিবার রাত ৮টায় অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালি……….রাজিউন)। তিনি স্ত্রী ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল যোহরবাদ শিরোমণি কেডিএ আবাসিকে ফুলতলা উপজেলার সহকারী কমিশনার(ভুমি)রুলি বিশ্বাসের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রীয় সম্মাননা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গোয়ালখালি কবর স্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহীম, গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন মিনা, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, মুরাদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মুক্তিযোদ্ধা ফকির আহম্মেদ মল্লিকের গ্রামের বাড়ী সাতক্ষিরা জেলার তালা থানার মাগুরা গ্রামে।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন