সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শিরোমণিতে এক লাখ টাকা মূল্যের বাইসাইকেল চুরি

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণিতে দিনে দুপুরে এক লাখ টাকা মূল্যের বিদেশী বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শিরোমণি পূর্বপাড়া মৃত খন্দকার আব্দুল হামিদের ছেলে আশিকুল ইসলাম জুয়েলের একটি বিদেশী ‘মন্টি বাইসাইকেল’ শুক্রবার বেলা সাড়ে ১১টায় হারুন প্লাজার পার্শ্বে হাফিজুর রহমানের বিল্ডিংয়ের নিচ থেকে চুরি হয়।

জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টায় আশিকুল ইসলাম জুয়েল তার বাইসাইকেলটি শিরোমণি হারুন প্লাজার পার্শ্বে হাফিজুর রহমানের বিল্ডিংয়ের নিচে রেখে ৩য় তলায় যায়। সেখানে কাজ শেষে তিনি বেলা ১২ টায় নিচে নেমে দেখেন যথাস্থানে সাইকেলটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর বাইসাইকেলটি না পেয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর)  খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নং-১১৫৮।

এলাকাবাসী জানায়, শিরোমণি পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, বাইপাস সড়ক এলাকা থেকে প্রতিনিয়ত দিনে রাতে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।

খুলনা গেজেট/এনএম/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন