সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নবনির্মিত ভবনের উদ্ধোধন করলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নবনির্মিত স্টুডেন্টস্ ক্যাফেটেরিয়া, প্যারেন্টস্ লবি, বাইক স্টান্ড, ডাইনিং লাউঞ্জ-১ ও ২, বারবার লাউঞ্জ, ক্যাফেটেরিয়া, লন্ড্রি শপ এবং টেইলরিং হাউজের উদ্বোধন ঘোষণা করেছেন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) নবনির্মিত ও নতুন স্থাপনার উদ্বোধন শেষে তিনি সকল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ অন্যান্য অফিসারবৃন্দ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন