সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কেএমপি’র অভিযানে আট লিটার দেশীয় চোলাই মদসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১শ’ গ্রাম গাঁজা এবং ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছেন, আটককৃতরা হলেন নগরীর গোবরচাকা মধ্যপাড়া এলাকার মৃতঃ হোসেন আলীর ছেলে আব্দুল মান্নান (৬০), দেবেন বাবু রোডের মৃতঃ সোহেল আকনের ছেলে মোঃ কাদের আকন (৫৫), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মৃতঃ লুৎফর রহমানের ছেলে মোঃ রুস্তম আলী (৪৪), নগরীর খালিশপুর বঙ্গবাসি ইমাম বাড়ী এলাকার মৃতঃ আঃ হকের ছেলে মোঃ মহাসিন (৩৪), খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকার মৃতঃ দেলোয়ার কাজীর ছেলে মোঃ আলমগীর কাজী (৪০), নগরীর খালিশপুরের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইমাম হোসেন পিত্ত (৩২) এবং একই এলাকার বাস্তহারা কলোনীর মৃতঃ শাহজাহান মোল্ল্যার ছেলে মোঃ রফিক মোল্ল্যা (৩০)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন