Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

খুলনার খালিশপুরসহ সকল বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল মিল কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ইসলামী আন্দোলন খুলনা মহানগরের খালিশপুর থানার উদ্যোগে নগরীর পিপলস চত্বরে আগামীকাল সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।

এদিকে আগামীকালের মানববন্ধন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর অর্থ সম্পাদক জিএম কিবরিয়া, আবুল কালাম আজাদ, মোঃ জামাল মুন্সী, মোঃ মোস্তফা হাওলাদার, মোঃ তুহিন, মোঃ শওকত আলী, আব্দুর রউফ মোল্লা, যুব আন্দোলনের মোঃ জামাল হোসেন, আব্দুর সবুর, ছাত্র আন্দোলনের মোঃ মেহেদী হাসান মুন্না প্রমুখ।

সভায় শুক্রবারের মানববন্ধন সফলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সকল শ্রমিক ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার আহবান জানান। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন