Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়া ও জিরোপয়েন্টের পাঁচটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

নিজস্ব প্রতিবেদক

খুলনার জিরোপয়েন্ট ও ডুমুরিয়া বাজারে পৃথক অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে তদারকি করে মেয়াদুত্তীর্ণ ও মূল্য বিহীন ওষুধ (ফিজিসিয়ান স্মাম্পল) রাখায় নিউরণ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কুসুম ফার্মেসীকে ২ হাজার টাকা, জনতা মেডিসিন সাপ্লাইকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে, হরিনটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকায় মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্মাম্পল) ও মিথ্য বিজ্ঞাপন দেয়ায় মোল্লা মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা, ঘি’র বোতলে মেয়াদ, মূল্য ও ওজন না থাকায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাক স্ট্যান্ড পেঁয়াজের পাইকারি বাজারে তদারকি করে মূল্য তালিকা প্রদর্শণ করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন