সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অনলাইনে ক্লাস : ফুলতলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মোবাইল বিতরণ

ফুলতলা প্রতিনিধি

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফুলতলা উপজেলা প্রশাসনের সহায়তায় করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বুধবার দুপুর ১২টায় ১০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কানিজ ফাতেমা, উম্মে সাগরী, বিএম রফিকুল ইসলাম, বিধান চন্দ্র নন্দী, মোঃ আলম সরদার, শিক্ষক মুরাদুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন