Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা ও উপসর্গে ২জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড ( ডায়াবেটিস হাসপাতাল) পরিতোষ সাহা (৬৫) নামে এক পজেটিভ রোগী এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বাবুল বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার বিকাল ৫টা ও রাত ৮ টায় তাদের মৃত্যু হয়।

করোনা ডেডিকেটেড হাসপাতালের সহকারী সমন্বয়কারী ও আইসোলেশন ওয়ার্ডের মূখপাত্র ডাঃ মিজানুর রহমান বলেন বাগেরহাট সদর উপজেলার নকুল চন্দ্র সাহার পুত্র পরিতোষ সাহা (৬৫) করোনা পজেটিভ হয়ে গত ১০ সেপ্টেম্বর শুক্রবার থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়।

এদিকে যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসিন্দা সোবাহান বিশ্বাস এর ছেলে বাবুল বিশ্বাস (৫৫) জ্বর সর্দি কাশি নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন