Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

আইনজীবী সমিতির কোভিড-১৯ নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য খুলনা আইনজীবী সমিতিতে অবস্থানরত আইনজীবীবৃন্দ এবং আগত বিচার প্রার্থীদের ভাইরাসমুক্ত রাখার জন্য করণীয় শীর্ষক এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো এড. কামরুন নাহার হেনার সঞ্চালনায় মঙ্গলবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, মহানগর জাসাসের সভাপতি মেহেদী হাসান দিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম হোসনে আরা চম্পা, আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জোবায়ের আহম্মদ খান জবা ও খুলনা মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এ সময় সহযোগিতা করেন ডেমেক্রেসি ইন্টারন্যাশনালের অপর ফেলো মোসাঃ শাপলা সুলতানা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন, এহতাশামুল হক শাওন, মিলন হোসেন, মুহাম্মদ নুরুজ্জামান, তাপস কুমার বিশ্বাস, সেকেন্দার আলী ও এস এম জাকির হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ আগামী শীত মৌসুমকে সামনে রেখে এই মহামারি সকলকে রক্ষা পেতে স্বাস্থ্য সুরক্ষার উপর আরো জোরদার করার আহবান জানিয়ে বলেন, ‘বর্তমানে প্রায় জায়গায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। সাধরণ মানুষ বিষয়টি তেমন গুরুত্ব দিচ্ছে না। তার মানে এই নয় যে করোনভাইরাস নির্মূল হয়ে গেছে। বরং স্বাস্থ্যবিধি না মানলে বা ঢিলেঢালাভাবে চললে এই মহামারি আরো ভয়াবহ রূপে আঘাত হানতে পারে। বিশেষ করে আগামী শীত মৌসুমটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। বর্তমানে মাস্কের ব্যবহার কমে গেছে। আবার জনসমাগম স্থলে হাত ধোায়ার কোনো বালাই নেই।’

সংবাদ সম্মেলনে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অবশ্যই মাস্ক ব্যবহার করার উপর গুরুত্বারপ করে বক্তারা বলেন, ‘এ জন্য জনসচেতনতার পাশাপাশি প্রশাসনকে আরো কঠিন হতে হবে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন