সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদার চার প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদা উপজেলায় অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চারটি প্রতিষ্ঠানকে এ অর্থদন্ড করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে তেরখাদা উপজেলার শেখপুর ও কাটেঙ্গা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিসহ রেস্তরাঁ, ফার্মেসি ইত্যাদি পরিদর্শন করা হয়। এতে বিভিন্ন অপরাধে অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন