Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নাগরিক ঐক্যের সাংগঠনিক পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর নাগরিক ঐক্য করোনা মোকাবেলায় সরকারের ইতিবাচক পদক্ষেপ, আম্ফানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন, অবিলম্বে বাঁধ নির্মাণ, ভোটের অধিকার, ন্যায় বিচার এবং পাটকল সংগ্রাম পরিষদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। সেইসাথে দেশের এই ক্রান্তিলগ্নে নাগরিক ঐক্যের হাতকে শক্তিশালী করে দেশকে গুম-হত্যা-ধর্ষণের হাত থেকে রক্ষা করতে হবে। শনিবার বেলা ১১টায় শান্তিধাম মোড় এলাকায় সাংগঠনিক পরামর্শ সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নগর শাখার আহ্বায়ক এ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি দিদারুল আলম।

সভায় বক্তৃতা করেন নগর শাখার সদস্য সচিব মোতাহার রহমান বাবু, খালিশপুর থানা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর থানা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানার আহ্বায়ক এ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, খালিশপুর থানা শাখার সদস্য সচিব সুলতানা পারভীন চুমকী ও নগর সদস্য এম এন আলী শিপলু।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ অক্টোবর বেলা ১১ টায় প্রতিনিধি সভা ও কর্মী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে উপস্থিত সবার সাথে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন