Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, ১২ সেপ্টেম্বর। ২০১৯ সালের আজকের দিনে শহীদ শেখ আবুনাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

শুরুতে দৈনিক পুর্বাঞ্চলের ফটো সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করলেও পরবর্তীতে প্রশাসনিক বিভাগেই দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ, দৈনিক ‘আলোকিত সংবাদ’ নামের একটি আঞ্চলিক পত্রিকায় করেছিলেন তিনি। সাংবাদিকতা পেশা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন।

মরহুমের স্ত্রী মামুনারা জাকির খুকুমনি বলেন, করোনাকালীন পরিস্থিতির কারণে কোন আনুষ্ঠনিকতা নয়; পারিবারিকভাবে নগরীর বসুপাড়া এতিমখানা ও লিল্লাহ্ বোডিংয়ে কোরআন খতম ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকলের কাছে মরহুম জাকির হোসেনের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয় খুলনা প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন