Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যক্ষাকে ভয় নয়, জয় করতে হবে : সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ বলেছেন, ‘যক্ষাকে ভয় নয় জয় করতে হবে। আর এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই।’ তিনি বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেশের মানুষ যে ভাবে করোনাকে জয় করেছে সেভাবেই যক্ষাকেও জয় করবে। আর এজন্য সাংবাদিকদের মুখ্য ভুমিকা পালন করতে হবে।’

নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক ও সংগঠক এস এম নূর হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আতিয়ার রহমান শেখ, বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর মোঃ আবু সাঈদ, হাসান আল মামুন, শাহজালাল মোল্লা মিলন, মোঃ রকিবুল ইসলাম মতি, মোঃ আমির সোহেল, মোঃ আজিজুল ইসলাম, আরিফ বিল্লাহ, শেখ মোহাম্মাদ জুয়েল, মোঃ আবুল বাশার, শেখ রাসেল, আরাফাত হোসেন অনিক, মোঃ মেহেদী হাসান পলাশ, মোঃ রফিক আলী, সোহেল, এস এম মাহাবুবুর রহমান, মোঃ জালাল, বিপ্লব, মোঃ সাকিল ও মো: মাহফুজুল আলম সুমন।

সার্বিক তত্তাবধায়নে ছিলেন নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে সকলের মাঝে হ্যান্ড গ্লোবস ও মাস্ক বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন