Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছার যুবলীগ নেতা আজিজুল হাকিমকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর

নিজস্ব প্রতিবেদক

পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজিজুল হাকিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ১০ আগস্ট উপজেলা যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে খুলনা জেলা যুবলীগ এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভনীয় বক্তব্য দিয়েছেন আজিজুল হাকিম। বিষয়টি দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে আসে। পরবর্তীতে উপজেলা যুবলীগের সিদ্ধান্তের আলোকে জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাবু এমপির নির্দেশক্রমে আজিজুল হাকিমকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি লিখিতভাবে কেন্দ্রীয় যুবলীগকে অবগত করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন