Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেএমপির অভিযানে মাদকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কানাইলাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন, খুলনার গোবরচাকা ২ নম্বর ক্রস রোড় এলাকার মৃত. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল খালেক(৬০), সাতক্ষীরার রামেরডাঙা গ্রামের মৃত. মোকাছেদ সরদারের ছেলে মো. মোক্তার হোসেন সরদার(৪৮), খুলনার খালিশপুর ১ নম্বর বিহারী ক্যাম্প পৌরসভা লাইন এলাকার মো. রহমত আলীর ছেলে মো. সুলতান(৩০), দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে মো. শফিকুল ইসলাম পাটোয়ারী(৩৩)।

পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় চারটি মামলা রুজু করা হয়।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন