Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খু‌মেক এর সাম‌নে দুই প‌্যা‌কেট ইয়াবাসহ ইনসেপ্টার বিক্রয়কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লের সামনে থে‌কে ২ প‌্যা‌কেট ইয়াবাসহ একজন ইনসেপ্টা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসাদ মোড়ল (৩২) কে গ্রেফতার ক‌রে‌ছে সোনাডাঙ্গা থানা পু‌লিশ। সোমবার রাত পৌ‌নে নয়টায় তা‌কে গেফতার ক‌রে এসআই শুকান্ত।

আসাদ মোড়ল নগরীর আড়ংঘাটা থানাধীন হা‌মিদ মোড়‌লের পুত্র। এসআই শুকান্ত জানান ওষুধ কোম্পানীর প্রতি‌নি‌ধির চাকুরীর আড়া‌লে এক‌টি চক্র দীর্ঘদিন ধ‌রে ইয়াবা ব‌্যবসা ক‌রে আস‌ছি‌লো। গা‌য়েন্দা তথ্যের ভি‌ত্তি‌তে রাত পৌ‌নে ৯ টার দি‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের সাম‌নে থে‌কে আসাদ মোড়লকে তল্লাশি ক‌রে ব‌্যা‌গের ভিতর থে‌কে ২ প‌্যা‌কেটে শতা‌ধিক ইয়াবাসহ তা‌কে আটক করা হয়। শেষ খবর পর্যন্ত তা‌র বিরু‌দ্ধে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন