Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফুলতলায় বিএনপি নেতার মায়ের ইন্তেকাল : শোক প্রকাশ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেম সরদারের স্ত্রী ও খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান সরদার আলাউদ্দিন মিঠু’র এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম সরদারের মাতা জাহানারা পারভীন (৭০) সোমবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বাদ মাগরিব নতুনহাট বাসভবন চত্ত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন ও গাউসুল আযম হাদী, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সরদার জাকির হোসেন, রবিন বসু, জামায়াত নেতা মিয়া গোলাম কুদ্দুস, শেখ সিরাজুল ইসলাম , জাপা নেতা সাইদ আলম মোড়ল, বিএনপি নেতা আবু হোসেন বাবু, চৌধুরী মিরাজুল ইসলাম, মনির হাসান টিটো, অহিদুজ্জামান নান্না শেখ আব্দুস সালাম, আহসানুল হক লড্ডন, জামাল হোসেন ভূঁইয়া, কাজী আনোয়ার হোসেন বাবু, জিএম শফিকুল ইসলাম, আঃ গনি মোল্যা, নজরুল ইসলাম মোল্যা, মোঃ আঃ হালিম, মোঃ তুষার মোল্যা, মোঃ ইদ্রিস মোল্যা, আক্তার হোসেন, মোঃ মহিউদ্দিন শেখ, বাহালুল গাজী, শরিফুল ইসলাম মিকু, আনিচুর রহমান রনি, সৈয়দ আল সাকিল প্রমুখ।

এদিকে খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান সরদার আলাউদ্দিন মিঠু’র এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সেলিম সরদারের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতার হলেন ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল সাকিল, যুগ্ম আহবায়ক নুরুল আমিন সাগর, বেগ তুষার হোসেন, আল আমিন সানা, রাসেল শেখ, বিএম ইমরান, শামিম রেজা, সাল মান শেখ, সৈয়দ আবির হোসেন হৃদয়, আরমান হোসেন, সৈয়দ সজিব হোসেন ও সদস্য হাসান মোল্যা, সালাউদ্দিন শেখ, সজিব ইসলাম, সাওন গাজী প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন