রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ছয় জনকে আটক করা হয়েছে। রবিবার পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫টি মামলা হয়েছে।

কেএমপি’র সূত্র জানিয়েছেন, আটককৃতরা হলেন নগরীর লবণচরা এলকার মোঃ সেকেন্দার শেখের ছেলে মোঃ আল মামুন শেখ (৩৬), খালিশপুর এলাকার মোঃ হান্নান শেখের ছেলে মোঃ বাবু শেখ (২৮), একই এলাকার মৃতঃ এনামুল হকের ছেলে মোঃ সাকিবুল হক তামিম (৩০) ও আব্দুল মালেক হাওলাদারের ছেলে মোঃ ওহিদুজ্জামান (৩২), নগরীর দৌলতপুরের সুলতান হাওলাদারের ছেলে মোঃ মনির হোসেন (২৪) এবং আড়ংঘাটা এলাকার মৃত: জয়দেব দাসের ছেলে সজল কুমার দাস (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ২শ’ বোতল ফেন্সিডিল, ১৪০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন