Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
আন্দোলনরত শ্রমিক নেতাদের বৈঠক

মহসেন জুটমিল পরিদর্শনে শ্রম পরিচালক ও কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, ডিসি নর্থ মোল্যা জাহাঙ্গীর হোসেন, কল কারখানা পরিদর্শক মোঃ আরিফ হোসেনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা শনিবার (০৫ সেপ্টেম্বর) শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিল পরিদর্শন করেন। এসময় শ্রমিকের চুড়ান্তপাওনাদি পরিশোধের বিষয়ে আন্দোলনরত মিলের শ্রমিকদের সাথে বৈঠক হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি ৮ সেপ্টেম্বর বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘন্টা রাজপথ, রেলপথ অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন কর্মকতারা।

মিলের সিবিএ সাবেক সভাপতি শহিদুল্লাহ খা জানান, তাদের কর্মসূচি এখন পর্যন্ত বহাল রয়েছে। নির্দিষ্ট ঘোষনা জেলা প্রশাসক, শ্রম পরিচালক’র দপ্তর থেকে লিখিত আকারে না পাওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার সম্ভব নয়।
তিনি আরো বলেন, মিল মালিক সিবিএ নেতা সুলতান মোল্যা, রশিদ, মন্টু ও রবিসহ কতিপয় ব্যক্তির সাথে আঁতাত করে ৭ বছর শ্রমিকদের সাথে প্রতারনা করছে।
বৈঠকে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, মিলের শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাফ উদ্দিন, ইন্জিল কাজী, কাগজী ইব্রাহীম, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন