Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় ইলিশের সরবরাহ বেড়েছে, দামও কম

নিজস্ব প্রতিবেদক

ভরা মৌসুমে ইলিশের চড়া দাম থাকলেও বর্তমানে তা ক্রেতাদের অনেকটা নাগালের মধ্যে। গত কয়েকদিনে খুলনা মহানগরীর মাছের বাজারগুলোতে রূপালি ইলিশের ঝিলিকে ভরে উঠেছে। মাছের চাহিদা ও সরবরাহ সন্তোষজনক হওয়ায় স্থানীয় ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে ।

শুক্রবার খুলনা মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে ইলিশের দাম নিয়ে ক্রেতাদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। বাজার ছাড়াও ভ্রাম্যমাণ ভ্যানে করেও ইলিশ মাছ বিক্রি করছে বিক্রেতারা।

গল্লামারি বাজারে ইলিশ কিনছিলেন ব্যাংক কর্মকর্তা তৌফিক হোসেন। তিনি বলেন, “ভরা মৌসুমে ইলিশের দাম ছিল অনেক বেশি। এক কেজির ইলিশ ১৭শ-১৮শ টাকা দরে বিক্রি হয়েছে । বর্তমানে দাম কম হওয়ায় বেশি করে কিনলাম।”

খালিদ হোসেন নামের অন্য এক ক্রেতা জানান, “বাজারে যেভাবে ইলিশ উঠেছে তা দেখতেই ভাল লাগছে। বর্তমানে ইলিশ মাছের দাম বেশ কম । এক কেজির ইলিশ ৬/৭ শ’ টাকা । তিনি বলেন, নিম্নবিত্তরাও এখন ইলিশ কিনছে।”

মাছ বিক্রেতা মাহফুজুর রহমান জানান, “বাজারে প্রচুর ইলিশের সরবরাহ। আবার দামেও সস্তা হওয়ায় সুস্বাদু এ মাছ কিনতে মানুষের ভীড় বাড়ছে। অন্য সময়ের তুলনায় আমাদের বেচাকেনাও বেড়েছে।”

শনিবার সকালে খুলনা মহানগরীর বিভিন্ন মাছ বাজারে ৫০০ গ্রাম ওজনের ছোট ইলিশের কেজি ৪ শ’ টাকা, ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫ শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ৬০০-৭০০ টাকায়। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা দরে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন