রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সারাদিন নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কানাইলাল সরকার এ তথ্য নিশ্চিত করেন।

আটকেরা হলেন খালিশপুরের ক্রিসেন্টগেট এলাকার নূর ইসলামের ছেলে মো. রুবেল (২৩), বরিশাল জেলার আটিপাড়া গ্রামের মো. আব্দুল করিম মঈনউদ্দীনের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৩), বাগেরহাট জেলার শিবপুর গ্রামের মো. নাজিম উদ্দিন শেখের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০), যশোর জেলার হোগলাডাঙা গ্রামের ধলা ফকিরের ছেলে মো. লালন ফকির (২৫), খুলনার লবণচরা ইউনুস মার্কেট চরা হাসনাবাদ কৃষ্ণনগর এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে মো. ইফাজ হাওলাদার (১৯)।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন