Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা

মহসেন জুট মিলের মালিককে গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ঘন্টার মধ্যে মহসেন জুট মিলের মালিককে গ্রেফতারের দাবি করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার  (৩ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  মিল গেটে অনশন কর্মসূচিতে নেতৃবৃন্দ এ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, মিল মালিককে গ্রেফতার করা না হলে আগামী মঙ্গলবার সকালে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করা হবে।

ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার মিলগেটে অনশন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ শ্রমিক-কর্মচারীরা ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল্লাহ খান এবং পরিচালনা করেন ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান  সাইফুল্লাহ তারেক।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক,  মুক্তিযোদ্ধা ও মিলের শ্রমিক ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ক্বারী আশরাফ উদ্দিন, ইব্রাহিম কাগজি, মিলের সাবেক সিবিএ’র সাধারণ সম্পাদক খান গোলাম রসূল, আমির মুন্সি, আইনুদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

এদিকে আগামীকাল ৪ সেপ্টেম্বর বিকেলে জুট মিলে শ্রমিক জনসভার আয়োজন করেছেন শ্রমিক নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন