রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের নিকট অনুদানের চেক হস্তান্তর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের হাতে জেলা পরিষদের অনুদানের চেক হস্তান্তর করেছেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির নেতৃবৃন্দের নিকট জেলা পরিষদের ১ লাখ টাকা বরাদ্দের ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অমরেশ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সমিতির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সহ-সভাপতি বিএম কোরবান আলী, কোষাধ্যক্ষ পলাশ রায়, ব্যবসায়ী উদয় কুমার সাধু, আব্দুল্লাহ আল-মামুন, উত্তম কুমার দেবনাথ, ইকরামুল ইসলাম সবুজ, সাদেকুর রহমান, কার্তিক চন্দ্র দেবনাথ ও ফজলুর রহমান।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন