Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খালিশপুরে বিএনপি নেতা সালেকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীর খালিশপুর মুজগুন্নী থেকে বিএনপি নেতা এমএ সালেকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত. শফি উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চত করেছেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: সাব্বিরুল আলম।

তিনি জানান, মুজগুন্নী মেলার মাঠ এলাকায় ছালেক নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গামছা প্যাচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত. ছালেক বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে সালেক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

নগরীর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু বলেন, সালেক খালিশপুর থানা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন