Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় ওয়াসাকর্মী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নগরীর সোনাডাঙ্গা থানার হাসানবাগ এলাকায় ওয়াসাকর্মী পরিচয়ে, পানির লাইন এনে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

গত রবিবার (৩০ সেপ্টেম্বর) হাসানবাগ এলাকায় দু’যুবক কিছু ফর্মসহ বাড়িতে বাড়িতে যেয়ে ওয়াসাকর্মী পরিচয় দেয়। যারা বাড়িতে ওয়াসার সংযোগ নিতে চান তাদের ফর্ম পূরণ বাধ্যতামূলক, নইলে পরবর্তীতে সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে বলে জানায় তারা। ফর্ম পূরণ বাবদ প্রতি বাড়ি থেকে ১০০ টাকাসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও স্বাক্ষর নিয়ে যায় যুবকদ্বয়।

এমন এক বাড়ি মালিক লাভলী বলেন, “আমাদের নতুন রোডের ঢালাই হবে শিগগিরই, এখন ফর্ম পূরণ করলে পরে আর রোড কাটাকাটি করতে হবে না। তাই আমরা সবাই টাকা দিয়েছি।”

ফেরদৌস নামে এক বাড়ির মালিক জানান, তাদের মধ্যে একজনের নাম রুবেল। ০১৭৮২ ৫৪৯৫০৯ নম্বর মোবাইলে তাকে যোগাযোগের জন্য বলে গেছে। যদিও একাধিকবার ঐ নম্বরে কল করলেও, তা বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে খুলনা ওয়াসা উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, “যুবকদ্বয় ওয়াসাকর্মী নয়। এব্যাপারে জনগনকে সচেতন হতে হবে এবং এসব ধোঁকাবাজদের ধরে আইনের আওতায় আনতে হবে।”




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন