Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content
আগামী ৩ সেপ্টেম্বর অনশন কর্মসুচি

চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুটমিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিল শ্রমিক কর্মচারীদের পিএফ ও গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করেছে শ্রমিকরা। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এ কর্মসুচি পালিত হয়।

অবস্থান চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৭ বছর মিলটি বেআইনিভাবে মালিকপক্ষ সিবিএ নেতাদের সহযোগিতায় শ্রমিকের পাওনা পরিশোধ না করে বন্ধ করে দেয়। এরপর নানান তালবাহানায় শ্রমিকদের বকেয়া পরিশোধ করছে না মালিকপক্ষ। গত ২৬ জুলাই খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি ২৬ আগষ্ট চুড়ান্ত পাওনা মিল মালিকের পরিশোধ করার কথা থাকলেও, শ্রমিকরা টাকা না পেয়ে ফের কর্মসুচিতে গেল বঞ্চিত শ্রমিকরা।

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতৃবৃন্ধের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নিকট স্বারকলিপি পেশ করেন।

মিলের প্রবীন শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অবস্থান কর্মসৃচিতে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আ’লীগের যুগ্ম-সম্পাদক শেখ মনিরুল ইসলাম, মিলের শ্রমিক মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, মহসেন জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, শ্রমিক ফেডারেশন নেতা অধ্যাপক মাহফুজুর রহমান, আজিজুল ইসলাম, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান, ইলিয়াজ হোসেন, আইনউদ্দিন, শহিদুল্লাহ সরদার, গফফার, মোড়ল আঃ সত্তার, গফুর, আঃ সত্তার, ইলিয়াজ, আশরাফ ফকির, ফুল মিয়া, প্রদীপ বিশ্বাস প্রমুখ।
এছাড়া একই দাবিতে ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা অনশন কর্মসৃচি পালন করবে বলে অবস্থান কর্মসূচি থেকে ঘোষনা দেয়া হয়। এরমধ্যে ও যদি মিল মালিক শ্রমিকের পাওনাদি পরিশোধ না করে তাহলে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন