Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত : আটক ২

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম (৪৭) নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের সাথে বেতাগ্রামের সিরাজুল ইসলামের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আজ সকাল ১০ টার দিকে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে সিরাজুল ইসলাম এর ওপর হামলা চালায়। ঘটনা স্থলেই সিরাজুল ইসলাম নিহত হয়। তার পিতার নাম মোক্তার গাজি। এ ঘটনায় পুলিশ হাসান গাজী (২১) এবং তার মা ফুলমতি বেগম (৬৫) কে পুলিশ আটক করেছে।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব এবং ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য আসামিদের আটকের জন্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন