শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় শ্বশুর-শ্যালকের পিটুনিতে যুবক নিহত!

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে শ্যালক ও শ্বশুরের মারধরে মো. সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তা গলির একটি বাড়িতে শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, শনিবার দুপুরে স্ত্রীর সঙ্গে সবুজের ঝগড়া হয়। পরে তার শ্বশুর সিদ্দিক ও শ্যালক সাগর এসে তাকে বেধড়ক মারধর করেন। মারধরের সময় তারা সবুজের মাথায় ও বুকে ইট এবং ছুরি দিয়ে আঘাত করেন। এতে সবুজের গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নতুন রাস্তার গলির ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সবুজ। তার শ্বশুরের পরিবার নগরীর লবণচোরা থানার তোতার ব্রিজ এলাকায় বসবাস করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, সবুজ শ্যালক-শ্বশুরের মারধরের আঘাতে মারা গেছেন কি-না তা নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে আমাদের একটি দল মাঠে কাজ করছে। সবুজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন