Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহ স্বপ‌রিবা‌রে ক‌রোনা আক্রান্ত : হাসপাতা‌লে ভ‌র্তি

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা জেলা পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহ ক‌রোনা স্বপ‌রিবা‌রে আক্রান্ত হ‌য়ে‌ছেন। তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ভিআই‌পি কে‌বি‌নে রে‌খে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে। প‌রিবা‌রের অন‌্য সদস‌্যদের বাসায় আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।

পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহর বন্ধু খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের সহকারী অধ‌্যাপক ডাঃ শহীদুল ইসলাম মুকুল ব‌লেন, ‘এস‌পি শ‌ফিউল্লাহ, তার আম্মা, স্ত্রী, দুই সন্তান গত ২৬ তা‌রি‌খে ক‌রোনা শনাক্ত হয়। তারা বা‌ড়িতে আই‌সো‌লেশ‌নে আ‌ছেন। কিন্তু আ‌গে থে‌কে এজমা সমস‌্যা থাকার কার‌ণে পু‌লিশ সুপার এসএম শ‌ফিউল্লাহ‌কে শ‌নিবার বি‌কে‌লে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ভিআই‌পি কে‌বি‌নে ভ‌র্তি করা হয়। তার শারী‌রিক অবস্থা স্থী‌তিশীল র‌য়ে‌ছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন