শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

রোগী মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ী‌দের শাস্তি দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে খানজাহান আলী হাসপাতালে ২৩ জানুয়ারি বিকেলে ভুল চিকিৎসায় ইলিয়াজ ফকির নামে এক রোগীর মৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির স্বজনদের অভিযোগ, অপারেশন থিয়েটারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। উক্ত মৃত্যুর ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ মনে করেন, চিকিৎসা ক্ষেত্রে এ ধরণের অবহেলা এবং অস্বাভাবিক মৃত্যু কোনোভাবে কাম্য নয়। এ ব্যাপারে ভবিষ্যতে সবাইকে অধিকতর আন্তরিক এবং সতর্ক হওয়া উচিৎ।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু এবং রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, নাঈম ফারহান, মোঃ আফতাব উদ্দিন, নিজাম উদ্দিন মোল্লা রাজীব, শাহিন আলম বাবু, মোঃ লিটন হোসেন ও ফারজানা ইয়াসমিন পপি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন