শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খাস জমিতে ঘর নির্মাণ, তিন জনকে জরিমানা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার সরকারী জমির উপর অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করায় তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজারের উপর সরকারি জমিতে অবৈধভাবে পাঁকাঘর নির্মান করার অপরাধে গিলাবাড়ী গ্রামের মৃতু জোনাব আলীর ছেলে শাহাজান আলীকে ২০ হাজার টাকা, মৃত. কানাই লাল দের ছেলে শান্তিপদ দে কে ৫ হাজার টাকা ও মৃত. ছবেদ আলী সানার ছেলে আনছার আলী সানাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন