Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফুলতলায় গৃহবধুর লাশ উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে ফুলতলার দামোদর সেনপাড়ার শেখর সেনের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া সম্পা মল্লিক (৪৫) এর লাশ উদ্ধার করে। তিনি সঞ্জয় মল্লিকের স্ত্রী।

পুলিশ জানায়, বাড়ির মালিকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল রিপোর্টে সম্পার হাতে, গলা ও শরীরে নতুন ও পুরানো জখমের চিহ্নের কথা উল্লেখ করা হয়। লাশের ময়না তদন্ত শেষে শনিবার বিকালে মনিরামপুর উপজেলার চাপাকোনা গ্রামস্থ সঞ্জয় মল্লিকের বাড়িতে নিয়ে সৎকার করা হয়।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওসি মোঃ মাহাতাপ উদ্দিন সিকদার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটা হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন