শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

সড়ক দুর্ঘটনায় আহত পাইকগাছার সুজিতের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাইকগাছার নগরশ্রীরামপুরের সুজিত হালদার (২২) খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ জানুয়ারি) সকালে মৃত্যু হয়েছে। সে উপজেলার নগরশ্রীরামপুরের অসিত হালদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত ৯ জানুয়ারি খুলনা থেকে বাড়ি ফেরার পথে চুকনগর বাজারে পৌঁছালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার সকলে তার মৃত্যু হয়।

এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন