শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় সরকারি বিধিনিষেধ অমান্য ও প্রকাশ্যে ধূমপানের অপরাধে ৬ ব্যক্তিকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে খুলনার পাইকগাছায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ কার্যকর করতে পৌরসদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ বেগম।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা , মাস্ক ব্যবহার না করাসহ প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৬ ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে সর্বমোট ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়াদ্দারসহ স্থানীয় সাংবাদিক ও অন্যান্যরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বসাধারণকে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন