শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে ইভটিজিং করে যুবক শ্রীঘরে

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপে ইভ টিজিংএর অপরাধে নাইম শেখ (২০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সে চালনা পৌরসভার আচাঁভূয়া এলাকার এবং আচাঁভূয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাজাহান শেখ ও মহিলা কাউন্সিলর নাছিমা বেগমের ছেলে।

জানা যায়, মঙ্গলবার বেলা ১টার দিকে নাইম বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সামনে ওয়াপদা রাস্তার উপর ছাত্র ছাত্রীদের টিকাদান কেন্দ্রে গিয়ে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে।

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গালিব মাহামুদ পাশা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

পরে নাইমকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন