শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় আগুনে পুড়ে দগ্ধ শিশুকে বার্ণ ইউনিটে প্রেরণ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় গ্যাস লাইটারের আগুনে দগ্ধ শিশু সানজিন (৫) এর শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে। সে উপজেলার চক কাওয়ালী গ্রামের সবুর গাজীর মেয়ে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে।

শিশুটির পিতা সবুর গাজী জানায়, বৃহস্পতিবার বিকেলে সে বাড়িতে গ্যাস লাইটার নিয়ে খেলছিল। এসময় লাইটারটি জ্বালালে তার পরিহিত জামায় আগুন লেগে যায়। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা জানায় শিশু সানজিন এর শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে।

সর্বশেষ তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকা বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন