শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ছিনতাই ও অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল ছিনতাই ও অপহরণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে রূপসা থানাধীন জাবুসা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের মোঃ আফজাল মোড়লের ছেলে মোঃ আমিনুল মোড়ল (২১) এবং মোঃ ইকবাল শেখের ছেলে মোঃ রাজন শেখ (২৭)।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফকিরহাট থানার মামলা নং-০১, তারিখ- ২ ডিসেম্বর (২০২১), ধারা ৩৬৫/৩৮৫ পেনাল কোড এর এজাহারনামীয় পলাতক আসামী আমিনুল মোড়ল ও রাজন শেখ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল, একটি সীমকার্ড এবং নগদ ২৪০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত এজাহারনামীয় আসামীদেরকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন