রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মাদক এবং মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লবদ্ধ ৬ হাজার ৭০০ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জুম্মান ফকির(২৮), মোঃ ইসলাম শেখ(২৭), মোঃ মিরাজুল ইসলাম(২৫), মোঃ রেজাউল করিম (৩৭), মোঃ ইকবাল শেখ ওরফে ছোটন(৪৩), মোঃ সাব্বির শিকদার(২২), মোসাঃ সুলতানা বেগম ওরফে কাকলি(২৫), মোঃ মুরাদ হোসেন(৩২)।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন