শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলার বেষ্ট ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অদূরে লুৎফর রহমান লেলিনের মালিকাধীন বেষ্ট ব্রিকস নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ লঙ্ঘিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এ আইনের ধারামতে, ফিক্সড চিমনি, পরিবেশের ছাড়পত্র ও ১ কিলোমিটারের মধ্যে স্কুল, কলেজ ও সরকারি স্থাপনা নিষিদ্ধ। তবে উপজেলা পরিষদের সন্নিকটে আবাসিক এলাকায় এবং আলকা পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিসোর্স সেন্টার ঘেঁষে বিধি লঙ্ঘন করে বেষ্ট ব্রিকস স্থাপন করা হয়েছে। জনস্বার্থে এ আইন বাস্তবায়ন নিশ্চিতকরণে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফুলতলা থানা পুলিশ ও আনসার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন