রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা-৪ আসনের এমপি’র ভাই কামালউদ্দিন আর নেই

তেরখাদা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর বড় ভাই কামাল উদ্দিন হায়দার ময়না (৬৭) বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- আমরা তো আল্লাহর এবং আল্লাহরই কাছেই ফিরে যাব)। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বুধবার (২৬ আগস্ট) রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুন্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ১৭মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। মরহুমের নামাজের জানাজা আজ আসরবাদ নিজ গ্রাম রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এমপি’র একান্ত সচিব সৈয়দ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন