বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

হ‌রিণটানার হযরত আয়েশা সি‌দ্দিকা (রাঃ) মাদরাসার বা‌র্ষিক মাহ‌ফিল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

হ‌রিণটানা থানাধীন আরাফাত আবা‌সিক প্রক‌ল্পে হযরত আ‌য়েশা সি‌দ্দিকা (রাঃ) কওমী মাদরাসার বা‌র্ষিক মাহ‌ফিল শুক্রবার (১৭ ডিসেম্বর) আসরবাদ অনু‌ষ্ঠিত হ‌বে।

দারুল উলুম মাদরাসার সা‌বেক মুহতা‌মিম মাওলানা মু‌জিবর রহমান এর সভাপ‌তি‌ত্বে মাহফিলে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থাক‌বেন আরাফাত গ্রুপ অব ইন্ডা‌স্ট্রিজ এর চেয়ারম‌্যান আ‌রিফুর রহমান মিঠু। প্রধান বক্তা হিসেবে উপ‌স্থিত থাক‌বেন চর‌মোনাই খা‌দেম মাওলানা মুফ‌তি ইম‌রান হোসাইন। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থাক‌বেন ১৩ নং গুটু‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ তু‌হিনুল ইস‌লাম তু‌হিন।

বি‌শেষ বক্তা হিসা‌বে উপ‌স্থিত থাক‌বেন নিরালা কবরস্থান জা‌মে মসজিদের ইমাম ও খ‌তিব মাওলানা মুফ‌তি ও‌লিউল্লাহ।

এছাড়া মাদরাসা সং‌শ্লিষ্ট বি‌শেষ অ‌তি‌থি ও বক্তারা উপ‌স্থিত থাক‌বেন। মাহ‌ফি‌লে উপ‌স্থিত থাকার জন্য মাদরাসা প্রিন্সিপ্যালের পক্ষ থে‌কে সবাই‌কে অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন