রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় একদিনে করোনা ও উপসর্গে ৫ জনের প্রাণহানি, শনাক্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক

খুলনায় একদিনে করোনা আক্রান্ত হয়ে চার ও উপসর্গে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার রাত পর্যন্ত আলাদা আলাদা সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হল।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়কারী ডা: শেখ মো: ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শিউলি বেগম (৪২) নামের এক ব্যক্তির। তিনি খুলনার লবনচরা স্লুইচগেট এলাকার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে তিনি গত ২১ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

এছাড়া জেসমিন (৪৮) নামের নগরীর মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দার মৃত্যু হয়েছে বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গত ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

একই সময় বাগেরহাট সদর থানাধীন শালতলা এলাকার বাসিন্দা সুখদেব রায় (৫০) এর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তিনি করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২ আগস্ট রাতে।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পিরোজপুরের নাজিরপুর এলাকার বাসিন্দা মো: আবু হাসনাত খান (৭৩)। তিনি ভর্তি হয়েছিলেন মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিজানুর রহমান বলেন, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালের করোনা সন্দেহ ওয়ার্ডে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে মৃত্যুবরণ করেন রতন হাওলাদার(৬৫) নামের এক ব্যক্তি। তিনি বাগেরহাট জেলার মংলা উপজেলার হলদিবুনিয়া এলাকার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে তিনি ওই ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বেলা আড়াইটার দিকে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, বুধবার খুলনা পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ৪৪জন, বাগেরহাটের চারজন, পিরোজপুরের তিনজন, যশোরের একজন এবং নড়াইলের দু’জন রয়েছেন।

খুলনা গেজেট / এমবিএইচ / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন