বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পাট কেনার না‌মে প্রায় ৮ কো‌টি টাকা আত্মসাৎ : জনতা ব‌্যাংক কর্মকর্তা কারাগা‌রে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় পাট কেনার নামে সাত কোটি ৯৭ লাখ টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল্লাহ ফেরদৌসের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। তিনি ব্যাংকের ঢাকা প্রধান কার্যালয়ে নীরিক্ষা বিভাগে (পরিদর্শন) কর্মরত ছিলেন।

মঙ্গলবার খুলনা মহানগর বিশেষ জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানী শেষে জামিন না-মঞ্জুর করেন। প্রায় দুই যুগ আগের মামলায় আব্দুল্লাহ ফেরদৌস ৯ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ঢাকা কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অপর আসামীরা হচ্ছে- মেসার্স ট্রান্স ওশান ফাইবার প্রসেসর (বিডি.) লি. শিরোমনি, খুলনা ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামুন বক্স, সাবেক নির্বাহী পরিচালক শাহজাহান, জনতা ব্যাংক ঢাকা ও খুলনার দুই সিনিয়র অফিসার এসএম খোরশেদুল আলম এবং মো. মজিদ সিদ্দিকী।

জানা যায়, আসামীরা পরস্পরের যোগসাজসে ১৯৯১-৯২ অর্থবছর থেকে ৯২-৯৩ অর্থবছরে জনতা ব্যাংক, করপোরেট শাখা থেকে পাট কেনার নামে সাত কোটি ৯৭ লাখ টাকা ঋন নিয়ে আত্মসাত করেন। এতে দুদকের কর্মকর্তা আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। মামলা নং (তাং ১৩/১০/৯৬)। দীর্ঘ তদন্তে মামলার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছেন ৯ জন। সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি দুদকে সহকারি পরিচালক তরুণ কান্তি ঘোষ আদালতে অভিযোগপত্র দেয়। বাকি আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন