বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খালিশপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক

নগরীর খালিশপুর থানা এলাকার রোলিং মিল মসজিদ এলাকার  একটি বাড়ি থেকে ৪৫০পিচ ইয়াবা এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ২৬ আগস্ট দুপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। এসময় আটক করা হয় রতনের স্ত্রী তামান্না (২২) নামে এক যুবতীকে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বিরুল আলম জানান, অভিযানের সময় রতন পালিয়ে যায়। তবে তার স্ত্রী’র নিকট থেকে ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কক্ষের তোশকের নিচ থেকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে ৩টি চাপাতি, ১টি ছোরা এবং ১টি চাইনিজ কোরাল।

খুলনা গেজেট/নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন