বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বাস চালকের আসনে হেলপার, ধাক্কায় ভ‌্যা‌ন চালকসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার ব‌টিয়াঘাটায় বাসের ধাক্কায় ভ‌্যা‌ন চালকসহ দুইজন গুরুতর আহত হ‌য়ে‌ছে। আহত‌দের একজন‌কে খুলনা সা‌র্জিক‌্যাল ‌ক্লি‌নিক ও অপরজন‌কে ব‌টিয়াঘাটা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এ‌দের মধ্যে একজ‌নের অবস্থা খুব আশংকাজনক।

রোববার (০৫ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ১১ টার দি‌কে উপ‌জেলার ক‌াতিয়ানাংলা সুইচ‌গেট এলাকায় এ দুর্ঘটনা‌টি ঘ‌টে।

আহতরা হ‌লেন, কা‌তিয়ানাংলা এলাকার মৃত উ‌জির আলীর ছে‌লে মোঃ দাউদ ও মোক‌লেস মোল্লার ছে‌লে রা‌সেল মোল্লা। রা‌সেল মোল্লার অবস্থা নাজুক।

ব‌টিয়াঘাটা থানার এসআই আ‌জিজ জানান, খুলনা থে‌কে চালনাগামী এক‌টি বাস সকাল ১১ টার দি‌কে কা‌তিয়ানাংলা বাসস্ট‌্যা‌ন্ডে পৌছায়। বাস গন্তব‌্যর উ‌দ্দে‌শ্যে যাত্রা শুরু ক‌রে। কিছুদুর যাওয়ার পর সুইচ‌গেটের সাম‌নে পৌছামাত্র বাস‌টি ডান দি‌কে কাত হ‌য়ে যায়। বাস‌টি সম্মু‌খে থাকা এক‌টি ভ‌্যানকে স‌জো‌রে ধাক্কা দেয়। ঘটনাস্থ‌লে ভ‌্যা‌নের চালক ও যাত্রী মারত্মকভা‌বে আহত হয়। দুর্ঘটনায় ভ‌্যান চালক দাউ‌দের কলার বর্ণ ও আ‌রোহী রা‌সেল মোল্লার হাটুর বা‌টি ভে‌ঙ্গে যায়। বা‌সের চালক ও হেলপার গা‌ড়ি ফে‌লে পা‌লি‌য়ে যায়। স্থানীয় জনতা গা‌ড়ি‌টি ভাংচুর ক‌রেছে।

স্থানীয়‌দের বরাদ দি‌য়ে তি‌নি আরও জানান, চাল‌কের আস‌নে ব‌সে হেলপার গা‌ড়ি চালা‌চ্ছি‌লেন। গা‌ড়ি‌টি আটক রাখা হ‌য়ে‌ছে। মামলার জন‌্য ভুক্ত‌ভোগীর প‌রিবার‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন