বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে গণউপদ্রব সৃষ্টির অপরাধে যুবককে ৩ মাসের সাজা

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলায় গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশা এ আদালত পরিচালনা করেন। ২ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মোঃ মকবুল শেখের পুত্র মোঃ কামরুল হোসেন শেখ (৩৮) কে উপজেলা ভূমি অফিস চত্বরে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।

জানা যায়, সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশা যোগদানের পর থেকে এক গণবিজ্ঞাপন দেন। তাতে উল্লেখ করা হয় যে, যার কাজ শুধু মাত্র সে অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। এছাড়া অন্য কোন ব্যক্তিকে অযাচিতভাবে অফিস চত্বরে ঘুরাঘুরি করা হতে বিরত থাকতে বলা হয়। সাজাপ্রাপ্ত আসামিকে বারবার নিষেধ করার পরও তা না মেনে অপরাধ করে। ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি কামরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন