Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কে হাসান চুন্নুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা ক্লাব লিমিটেডের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী, রোটারিয়ান কাজী আহমেদ হাসান চুন্নু (৭০) আজ বুধবার (২৬ আগস্ট) সকালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। তিনি রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর লোয়ার যশোর রোডের বাংলাদেশ ব্যাংক মোড়ের নিজ বাসভবনে বসবাস করতেন।

মরহুমের ভ্রাতুষ্পুত্র সোহেল নূর খুলনা গেজেটকে জানিয়েছেন, তার চাচা বিশিষ্ট ব্যবসায়ী কাজী আহমেদ চুন্নু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৯দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি ইন্তেকাল করেছেন। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে ঢাকার রায়েরবাজার কবরস্থানেই সরকারি বিধিনিষেধ মেনেই মরহুমের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত্ব, প্রয়াত কাজী আহমেদ হাসান চুন্নু খুলনার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি কে হাসান চুন্নু নামেই সর্বাধিক পরিচিত। কর্মজীবনে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ, খুলনা ক্লাব, রোটারী ক্লাবসহ বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন